Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

অনার্সের অনুমোদন পেল ফেনীর ফালাহিয়া

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জানুয়ারি ৯, ২০২৫, ০১:৩৭ পিএম


অনার্সের অনুমোদন পেল ফেনীর ফালাহিয়া

ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষপ্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার প্রসারে ফাজিলে ৪ বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে কামিল শ্রেণিতে আরো দুই বিষয়ে পাঠদানের অনুমতি দেয়া হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পরিদর্শন দপ্তরের রেজিস্ট্রার ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো: আইয়ুব হোসেন স্বাক্ষরিত আদেশে এ অনুমতি দেয়া হয়।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ১৮জুলাই আবেদনের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ৩য় সংবিধির ধারা ১৩ (গ) অনুযায়ী গঠিত পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের আলোকে ধারা ১৩ (৬) মোতাবেক ভাইস চ্যান্সেলরের অনুমোদনের তারিখ ০৬.০১.২০২৫ ইং থেকে ০৫.০১.২০২৮ ইং পর্যন্ত তিন বছরের জন্য ফাজিল (অনার্স) আল কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ, আল-ফিকহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ এবং কামিল (স্নাতকোত্তর) তাফসির ও আদব বিভাগে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে। এর আগে কামিলে হাদিস ও ফিকহ বিভাগ চালু রয়েছে।

২০২৪-২০২৫ ০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ফাজিল এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে কামিল নতুন বিভাগের কার্যক্রম চালু হবে। এজন্য প্রয়োজনীয় কক্ষ, সেমিনার কক্ষ, শিক্ষক নিয়োগ, রেফারেন্স বই, জার্নাল, সাময়িকী সংগ্রহ করতে মাদ্রাাসা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফেনীর সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘ প্রতিক্ষিত অনার্স কোর্স চালু এবং কামিলে আরও দুটি বিষয় বাড়ানোয় শুধু অত্র মাদ্রাসা নয়, এ জনপদ শিক্ষায় আরো এগিয়ে যাবে।

বিআরইউ

Link copied!