Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

কাউখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধ

জানুয়ারি ৯, ২০২৫, ০২:০৬ পিএম


কাউখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে  লাখ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীর কালী গঙ্গা নদীর সয়না মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কাউখালী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলন করার সময় হাতেনাতে তিনটি বালুর জাহাজ ও ১টি বালগেট পরিচালনার জাহাজ আটক করে উপজেলা প্রশাসন।

আটক জাহাজগুলো হলো- মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ, তুষার এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।

অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ।এ সময় নৌ পুলিশের একটি চৌকস টিম জাহাজগুলো আটক করে কাউখালীতে উপস্থিত করে।

পরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জাহাজ পরিচালনাকারী আরিফুল ইসলাম শিপন ভুল স্বীকার করেন এবং আর কখনো অবৈধ ভাবে বালু উত্তোলন করবে না, এই শর্তে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হন। পরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১লক্ষ্য টাকা জরিমানার আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আরএস

Link copied!