Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়" শীর্ষক দিনব্যাপী কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৫, ০২:৫০ পিএম


ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়

নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (CBTEP) প্রকল্প কর্তৃক আয়োজিত “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়" শীর্ষক দিনব্যাপী কর্মশালা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) সকাল ১০ টায় শহরের বেঙ্গল কনভেনশন হল রুমে কর্মশালার উদ্বোধন করেন  এ. এম. এম. নাসির উদ্দিন,প্রধান নির্বাচন কমিশনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে, এম, আলী নেওয়াজ অতিরিক্ত সচিব, নির্বাচন,মো: ইসরাইল হোসেন জেলা প্রশাসক, দৌলতীবাজার, মো. মঈন উদ্দীন খান যুগ্নসচিব নির্বাচন কমিশন, সুদর্শন কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার,মুহাম্মদ মোস্তফা হাসান উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক (CSTEP)।

মৌলভীবাজার উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তী এর সঞ্চালনায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন,মোহাম্মদ নুরুল আলম আঞ্চলিক কর্মকর্তা  সিলেট অঞ্চল। 

আরএস
 

Link copied!