Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাইয়ে কৃষক পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৫, ০৩:১৮ পিএম


কাপ্তাইয়ে কৃষক পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মনোয়ার হোসেন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

বিআরইউ
 

Link copied!