Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

জানুয়ারি ৯, ২০২৫, ০৫:০৯ পিএম


মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাগর হোসেন(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ব্রাক অফিসের কাছে মোটর সাইকেল ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনা স্থলেই সাগর মারা যায়।  তিনি উপজেলার পান্তাপাড়া ইউপির পান্তাপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ৪টার দিকে মহেশপুর শহরের ইনপেক্স মটরস শোরুমের কর্মচারী সাগর ক্রেতার মোটরসাইকেল সার্ভিসিং শেষে চালিয়ে দেখার জন্য নিয়ে যায়। খালিশপুরের দিক থেকে ফেরার পথে ঘটনা স্থলে পৌঁছালে মহেশপুরের দিক থেকে আসা পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই সাগর মারা যায়।

মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করতে পারলেও কাউকে আটক করা যায়নি।

বিআরইউ
 

Link copied!