সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৪৬ পিএম
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৪৬ পিএম
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পৌরসভাসহ ৮ টি ইউনিয়নে সরিষা ফুলের নয়ন জুড়ানো দৃশ্য পাল্টে দিয়েছে বিভিন্ন গ্রামের ফসলের মাঠের দৃশ্যপট। শীতের সকালে শিশির ভেজা ঘন কুয়াশার চাদরে মোড়ানো হলুদ সরিষা ফুলের সমারোহে মুগ্ধ হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ। উত্তরের হিমেল হাওয়ায় ফুলের মিষ্টি গন্ধে মাতাল হয়ে চারিদিকে গুনগুন শব্দে গান গেয়ে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। গ্রাম বাংলার বিস্তীর্ণ ফসলের মাঠে মনোমুগ্ধকর এ চিত্র দেখে যেকোনো পথচারী মৌ মৌ গন্ধে ক্ষণিকের জন্য হলেও মনের অজান্তে থমকে দাঁড়ায় ফুলের সুবাসে। এমন দৃশ্য কৃষকের মুখে হাসি ফুটিয়েছে।
এবার কোনো রোগ বালাই না থাকায় সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকগণ। সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নে মোট ৫ হাজার ৩শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ২শ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ করা হয়েছে। একাধিক কৃষকের সাথে জানা গেছে সপ্তাহকাল ধরে সরিষা ফুল ফুটতে শুরু করেছে। আরও অন্তত একমাস ফুল থাকবে। দুই মাসের মধ্যেই সরিষা তোলা যায় ।
গত বছরে সরিষার দাম ভালো ছিল এবছরও ভাল দাম পাবে বলে আশা করছেন কৃষকগণ। আওনা ইউনিয়নের পঞ্চাশি গ্রামের মজনু, পিংনা ইউনিয়নের লুৎফর রহমান,সাতপোয়া ইউনিয়নের রৌহা গ্রামের সোহেল রানা কামরাবাদ ইউনিয়নের বরবাড়িয়া গ্রামের আবু তাহের ও পোগলদিঘা ইউনিয়নের চর বয়ড়া গ্রামের মুজাফ্ফার সাথে কথা হলে বলেন, গত বছর সরিষার ভালো ফলন পেয়ে এ বছর একেক জন প্রায় এক একর করে সরিষা চাষ করা হয়েছে। বর্তমানে সরিষার ভালো চেহারা দেখা যাচ্ছে, আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে আল্লাহর রহমতে ভালো ফলন হবে। তারা আরও বলেন, দেশীয় জাতের সরিষার চাইতে কৃষি অফিস কর্তৃক সরবরাহকৃত সরিষার বীজের ফলন অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। আশা করি ফলনও ভালো হবে।
সাতপোয়া ইউনিয়নের আদ্রা, রৌহা বা অন্যান্য মাঠগুলোতে সরিষা চাষের পাশাপাশি মধু আহরণের কাজও পুরোদমে চলছে। তাইতো মৌমাছির গুনগুন শব্দে ও সরিষা ফুলের গন্ধে কৃষক ও পথিকেরা মাতোয়ারা।
আওনা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের ও রেজওয়ান জানান, আমরা সার্বক্ষণিক মাঠ পরিদর্শন করছি এবং কৃষকের সাথে যোগাযোগ রক্ষা করে সকল পরামর্শ দিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতিটি ইউনিয়নে প্রত্যক্ষভাবে তদারকি করছি এবং সরিষা ও ভূট্টা চাষের ব্যাপারে প্রত্যেকটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে কৃষকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে দিক নির্দেশনা দিয়েছি যেন কৃষকদের সঠিক পরামর্শ দেন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিআরইউ