Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে গুঁড়িয়ে দেয়া হয়েছে অবৈধ ৭ ইটভাটার চিমনি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৫, ০৬:০৮ পিএম


মির্জাপুরে গুঁড়িয়ে দেয়া হয়েছে অবৈধ ৭ ইটভাটার চিমনি

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা সেই ৭ ইটভাটার চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলো এ বছরই ইট উৎপাদন শুরু করেছিলো।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এসব ইটভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বহুরিয়া এলাকায় বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বাইমাইল এলাকায় অবস্থিত বি এন্ড বি ব্রিকস, মীর দেওহাটা মল্লিকপাড়া গ্রামে সান ব্রিকস ও মীর দেওহাটা-পাহাড়পুর এলাকায় অবস্থিত রান ব্রিকসসহ ৭টি ইটভাটার চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পরিবেশ সদর অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি অভিযান চালিয়ে ৬টি ইটভাটার একাংশ ভাঙচুর, কাঁচা ইট ধ্বংসসহ প্রত্যেক ইটভাটা মালিকে ৪ লাখ টাকা করে সর্বমোট ২৪ লাখ টাকা অর্থদণ্ড ও অনির্দিষ্টকালের জন্য ভাটাগুলো বন্ধের নির্দেশ দেন।

অভিযানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্ল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!