বরিশাল ব্যুরো
জানুয়ারি ৯, ২০২৫, ০৬:৫৪ পিএম
বরিশাল ব্যুরো
জানুয়ারি ৯, ২০২৫, ০৬:৫৪ পিএম
বরিশালে সাধারণ মানুষের মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার বিকালে নগরীর টাউন হলের সামনে থেকে শুরু করে সদর রোডসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে এ লিফলেট বিতরণ করা হয়।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে নিজেদের ‘ঘোষণাপত্র সপ্তাহের’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও লিফলেট বিতরণ করা হয়েছে ।
কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, নাগরিক কমিটির বরিশাল জেলা ও মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকার যে ঘোষণাপত্র দিতে চেয়েছে তাতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে।
দাবি গুলো হলো- জুলাই অভ্যুত্থানের শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা; ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা; আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা; ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা; সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা; সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেয়া।
ইএইচ