Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

পিরোজপুরে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৫, ০২:৫৪ পিএম


পিরোজপুরে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুমিরমারা নলবুনিয়া ঘাট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন কুমিরমারা আবাসন প্রকল্প মাঠ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার, মৎস্যজীবী দলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, জেলা তাঁতীদলের সভাপতি মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার ভুট্টো এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৫ আগস্ট অর্জিত নতুন স্বাধীনতা যেন দেশের সকল মানুষ সুন্দরভাবে ভোগ করতে পারে। মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সবসময় সোচ্চার থাকবে।

পরে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন শহীদ জিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. শওকত আলী ফকির এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক রোমিও।

ইএইচ

Link copied!