Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

শতবর্ষ পুনর্মিলনী থেকে বন্ধন অটুট রাখার আহ্বান উপদেষ্টা বিধান রঞ্জনের

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৫, ০৪:১১ পিএম


শতবর্ষ পুনর্মিলনী থেকে বন্ধন অটুট রাখার আহ্বান উপদেষ্টা বিধান রঞ্জনের

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একমাত্র শতবর্ষী বিদ্যাপীঠ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটি ১৯২০ সালের পহেলা জানুয়ারি গৌরীপুরের জমিদার শ্রীব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী তার মাতা বিশ্বেশ্বরীর নামানুসারে ‘বিশ্বেশ্বরী মাইনর স্কুল’ নামে প্রতিষ্ঠা করেন।

পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের শেষে এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতো সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয়ে। ঐতিহ্যবাহী একমাত্র বিদ্যাপীঠে ১৯৯৫ সালে কলেজ শাখাটি সংযুক্ত হয়।

শুক্রবার দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষ পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠান।

উদযাপন পরিষদের আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্ব ও সাবেক শিক্ষক রমাপদ চক্রবর্ত্রী, শিক্ষার্থী দেলদুয়ার হোসেন বাবুর যৌথ সঞ্চালনায় শতবর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাবেক বর্তমান শিক্ষক, শিক্ষার্থী জেলা, উপজেলা, থানা প্রশাসন, বর্তমান, সাবেক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সাহিত্যিক, কবি, স্থানীয় সকল শ্রেণীর জনমানুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ আশপাশের জেলা ও উপজেলার আগত অতিথিরা।

দিবসটির শুরুরে লোগো সম্বলিত টিশার্ট পরিধান, অতিথিদের আসন গ্রহণ, ধর্মগ্রন্থাদিপাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ, সম্মাননা প্রদান, আনুষ্ঠানিক উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ ম্যাগাজিন, ব্যাচভিত্তিক ফটোসেশন, সাংস্কৃতিক সন্ধ্যা শেষে আলোকসজ্জার মাধ্যমে শতবর্ষপূর্তি অনানুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হওয়ার কথা রয়েছে।

শতবর্ষ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগরের কৃতি সন্তান প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন- আমি মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং শতবর্ষের নিবন্ধন করি। আমাকে দাওয়াত না জানালেও আমি আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতাম। আমি আনন্দিত এবং কৃতজ্ঞ এখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। এই অঞ্চলের কোন কিছুই আমার অজানা নয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মধ্যনগরের উন্নয়ন ভাবনা নিয়ে স্বল্প, মধ্য  ও দীর্ঘমেয়াদি একটি ফাইলে তুলে ধরেছেন। আমি আমার স্থান থেকে উন্নয়ন ভাবনার সর্বোচ্চ চেষ্টা করে যাবো এলাকার জন্য এবং আজকের মহামিলন থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই করা উচিত।

আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও শিক্ষার্থী ড. রমা বিজয় সরকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক গোলাম হায়দার, পাউবোর অতিরিক্ত প্রকৌশলী খুশী মোহন সরকার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাস, প্রভাষক গোলাম জিলানী, সাংবাদিক মহিউদ্দিন অভি, শিক্ষক মলয় সরকার, বৈষম্যবিরোধী ছাত্র তুষার আহমেদ প্রমুখ।

ইএইচ

Link copied!