কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৫, ০৪:৩৫ পিএম
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৫, ০৪:৩৫ পিএম
কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের শিবপুর এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধ ও রাস্তা সংস্কার করছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু করে এলাকাবাসী।
এতে নেতৃত্ব দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া।
স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা স্থানীয়রা বলেন, গতবছর পাহাড়ি ঢলে কাউবাড়ী নদীর বেড়িবাঁধ ও রাস্তা ভাঙনের কবলে পড়ে, দীর্ঘদিন যাবৎ এ বেড়িবাঁধ ও রাস্তার কোন সংস্কার কাজ হয়নি সামনে বর্ষাকালীন সময়। এ সময় যদি এই বেড়িবাঁধ ও রাস্তা সংস্কার করা না হয় তাহলে শিবপুর, রাজনগর জয়নগর, রাধানগর, গ্রামের প্রায় এক হাজার মানুষ এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বর্তমান সময়ের সরকারি কোন বরাদ্দ না থাকায় সরকারিভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বিধায় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়ার পরামর্শে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধ সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি।
স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, আমাদের এলাকার জন্য এই বেড়িবাঁধ ও রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ও রাস্তাটি সংস্কার করায় আমাদের এলাকার প্রায় ১ হাজার লোক এর সুফল পাবে।
ইউপি চেয়ারম্যান সাইদুল রহমান ভুঁইয়া বলেন, গতবছর বন্যায় আমার ইউনিয়নের প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে বর্তমান সময়ে সরকারি কোন বরাদ্দ না থাকায় আমরা বাঁধটি সংস্কার করতে পারছি না এই বিষয়টি আমার নেতা ব্যারিস্টার কায়সার কামালের সাথে পরামর্শ করি, তিনি আমাকে পরামর্শ দিলেন এলাকার মানুষকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি শুরু করার জন্য।
ইএইচ