Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় অধ্যাপকের রহস্যজনক মৃত্যু: মাঠে কাজ করছে জেলা পুলিশ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৫১ পিএম


নেত্রকোণায় অধ্যাপকের রহস্যজনক মৃত্যু: মাঠে কাজ করছে জেলা পুলিশ

নেত্রকোণায় নিজ ঘর থেকে দীলিপ কুমার রায় (৭১) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দীলিপ একই এলাকার বাসিন্দা ও নেত্রকোণা আবু আব্বাছ কলেজের কৃষিশিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীলিপ রায় ও বিভা সাহা দম্পতির এক ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করেন। ছেলে রাজিব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) উপপরিচালক হিসেবে কর্মরত।

কয়েক দিন আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন বিভা সাহা। দীলিপ রায় বাসায় একাই ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। আজ সকাল সাতটার দিকে গৃহকর্মী তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী বিভা সাহা ঢাকা থেকে বাসায় পৌঁছে ঘরের দরজায় তালা দেখতে পান। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দরজার তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন এবং খাটের নিচে স্বামীর রক্তাক্ত দেহ দেখতে পান।

তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীলিপ রায়ের স্বজনেরা বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাদের ধারণা, দুর্বৃত্তরা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আমার সংবাদকে জানান, নিহতের লাশ নেত্রকোণার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

ইএইচ

Link copied!