Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫,

সারজিস আলম

ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণিপেশার মানুষের কথা থাকতে হবে

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৫, ০৬:১৭ পিএম


ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণিপেশার মানুষের কথা থাকতে হবে

২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দায়বদ্ধতায় ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণি পেশার মানুষের কথা থাকতে হবে। নির্দিষ্ট কোন ব্যক্তির কথায় যেনো ঘোষণাপত্রে সীমাবদ্ধ না থাকে, এটাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দাবি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির প্রধান মুখপাত্র সারজিস আলম।

শুক্রবার সকাল ১১টায় জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ভোলা শহরের ইলিশ চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত ১৬ বছরে খুনি হাসিনা দেশে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে সারাদেশের ছাত্র-জনতা ভেঙে চুরমার করে দিয়েছে এবং খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির প্রধান মুখপাত্র আরও বলেন, যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেনো গ্যাস পাবে না। ভোলা থেকে অসুস্থ রোগী নিয়ে লঞ্চে বা স্পিডবোটযোগে বরিশাল মেডিক্যালে যেতে যেতে পথেই মারা যায়। সেই ভোলায় কেনো মেডিক্যাল কলেজ হবে না। ৭০ হাজার কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু করা হয় তাহলে গ্যাস ও বিদ্যুৎ নির্ভর ভোলা জেলায় কেনো ৫-১০ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু করা হবে না।

এছাড়া তিনি সকালে ভোলার নতুন বাজারে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন এবং কবরস্থানে গিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করেন এবং শহরেরর সদর রোডে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ ও তাদের সাথে কথা বলেন।

এ সময় বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভোলার বৈষম্যবিরোধী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!