Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৫, ০৮:৪৯ পিএম


নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং সেনা ক্যাম্প।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মোসবীর রহমানের পুত্র শফিকুর রহমান (২৯) ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কূপ ঠাকুরের পুত্র রমাকান্ত গোঁপ (৩৫)।

অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামালসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।

ইএইচ

Link copied!