Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

রামগতিতে জিয়া মঞ্চের কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৫, ০৮:৫৪ পিএম


রামগতিতে জিয়া মঞ্চের কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে উপজেলার চর গোঁসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, আ.স.ম. আব্দুর রব সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা জিয়া মঞ্চের বিশেষ যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আপেল মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাকসুদুর রহমান রুবেল।

বিশেষ অতিথি ছিলেন, রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল মাহমুদ তিশান, সদস্য সচিব মো. রুবেল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল কাদের।

জিয়া মঞ্চের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. নাজিম হোসেন। 
সভা শেষে জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ ৭নং চর রমিজ ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির আহ্বায়ক হলেন, আহসান উল্যাহ, সদস্য সচিব বেল্লাল উদ্দিন।

কর্মী সম্মেলনের মূল আয়োজক ও অনুষ্ঠানের সভাপতি আপেল মাহমুদ চৌধুরী বলেন, জিয়া মঞ্চ জাতীয়তাবাদী আদর্শের একটি সংগঠন। এই সংগঠনের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান। আগামী নির্বাচনে জিয়া মঞ্চের প্রত্যেকটি নেতাকর্মী ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।

ইএইচ

Link copied!