Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

মৌলভীবাজারে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৫, ০৯:২৭ পিএম


মৌলভীবাজারে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়েছে।

হারমোনি ফেস্টিভ্যাল আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১২ জানুয়ারি শেষ ।

শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, সচিব বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় নাসরীন জাহান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন আনোয়ার হোসেন চৌধুরী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) সিলেট বিভাগ খান মো. রেজা-উন-নবী।

ইএইচ

Link copied!