Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

ঘন কুয়াশা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ১০:৫২ এএম


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় একটি এবং আরিচা-কাজিরহাট নৌরুটের মধ্য যমুনায় যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং ভোর সাড়ে ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, শুক্রবার মধ্যরাতের পর থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া এবং ভোর সাড়ে ৬টা থেকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম নামের বড় একটি ফেরি আটকা পড়ে। অপরদিকে আরিচা-কাজিরহাট নৌরুটের মাঝ যমুনায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে খানজাহান আলী ফেরি। নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে জানান নাসির হোসেন চৌধুরী।

বিআরইউ

Link copied!