মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৫, ০৬:৪৪ পিএম
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৫, ০৬:৪৪ পিএম
রাতের আঁধারে শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র পোঁছে দিয়েছেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃরা।
শুক্রবার রাতে মনোহরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন, মনোহরগঞ্জ বাজার সংলগ্ন বেদে পল্লী ও কেশতলা কাউতলা আশ্রয় কেন্দ্রে থাকা ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায় লোকজনের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র হিসেবে কম্বল ও শাল। কম্বল পেয়ে খুশিতে আত্মহারা শীতার্তরা।
মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক আবু ইউসুফ বলেন, সাংবাদিকরা হলো জনতার বন্ধু, যেকোনো প্রতিকূল সময়ে অসহায় মানুষের পাশে থেকে তা প্রমাণ করেছে। তাই মনোহরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে আজকে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ বলেন, আজ অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। ফলে ছিন্নমূল মানুষরা কষ্টে রাতযাপন করছে। তাই মনোহরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের মাঝে কম্বল বিতরণ করা হলো।
এ সময় তিনি মনোহরগঞ্জের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের আহ্বান জানান।
এ সময় প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, প্রতিষ্ঠাতা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল গোফরান ভুঁইয়া, প্রতিষ্ঠাতা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সিনিয়র সদস্য আলমগীর হায়দার, সিনিয়র সাংবাদিক আবুল খায়ের, মঞ্জুর রহিম রুনু, মাওলানা মাহবুব, আব্দুল ওহাব, সাইফুল ইসলাম শিমুল, ইমরান হোসেন, শহীদুল্লাহ, আবুল কালাম, আব্দুল আজিজসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ