মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১৫ পিএম
মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১৫ পিএম
ফেনী জেলা প্রশাসনের মাধ্যমে সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত ১১০০ পরিবারের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাস্তু ফাউন্ডেশন।’
শনিবার ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে এ খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনজুরুল আহসান।
‘আহার হবে সবার ঘরে’ এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।
মাস্তুলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে ইয়ুথ মাস্তুল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী হাজারী ও মাস্তুলের কেন্দ্রীয় সংগঠক ওসমান গনি রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ