দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১৯ পিএম
দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১৯ পিএম
চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়ায় অজ্ঞাত সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে কাঞ্চনা এলাকার মো. এরশাদ (৪৫) জনৈক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ মো. এরশাদ সাতকানিয়া কাঞ্চনান মৃত আবদুল মান্নানের পুত্র।
শনিবার দিবাগত রাতে মাহফিল থেকে আসার পথে টার্গেট করে তাকে গুলি করে। এতে ৫টি গুলি লাগে তার পায়ে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল উদ্দিন জানান, গুলিবিদ্ধ এরশাদের বাম পায়ে পাঁচটি ছররা গুলিতে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মুন্নাফ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ইএইচ