Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জানুয়ারি ১১, ২০২৫, ০৯:৩৯ পিএম


শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

‘সুস্থ দেহ, সুন্দর মন’ এ প্রতিপাদ্যে নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে শওকত হোসেন তালুকদার স্মৃতি সংসদ এ টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সালাহ্ উদ্দিন খান মিলকীর সভাপতিত্বে সদস্য সচিব মোখলেছুর রহমান ও শফিউল আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, মো. মেহেদী হাসান তালুকদার অন্তর ও জুনায়েদ হোসেন তালুকদার প্রান্তর প্রমুখ।

শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান তালুকদার অন্তর জানান, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৩২টি টিম অংশগ্রহণ করছে, খেলাটি নক আউট সিস্টেমে অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!