Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

অতিরিক্ত আইজি মতিউর

পেশাদারিত্ব দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৫, ০২:৩৭ পিএম


পেশাদারিত্ব দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, পুলিশ সদস্যদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। প্রশিক্ষণ শেষে নেওয়া শপথ অন্তরে গেঁথে জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজি ও সিআইডি প্রধান মতিউর রহমান শেখ। 

রোববার সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৪তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে যে শপথ নিয়েছ সেই শপথকে চাকরি জীবনের সর্বত্র কাজে লাগিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি মাহাফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি মাহাফুজা আক্তার, পুলিশ সুপার ও প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

৬ মাসব্যাপী টিআরসি প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। ৫৪তম টিআরসি প্রশিক্ষণ কোর্সে ৭৭৩ জন কনস্টেবল মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

ইএইচ

Link copied!