Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১২, ২০২৫, ০২:৪৬ পিএম


বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উত্থাপিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।

রোববার দুপুর ১২টায় নগরীর বাংলাবাজার এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা-বিএনপির ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা।

এ সময় তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে।

এগুলো আমরা সাধারণ জনতার মাঝে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

ইএইচ

Link copied!