Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে ডিআইজি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১২, ২০২৫, ০৩:১০ পিএম


বরিশালে ডিআইজি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বরিশালে ডিআইজি কাপ অনূর্ধ্ব ১৪ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় ফরমার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে ও বরিশাল রেঞ্জ পুলিশের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম’র সভাপতিত্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে ডিআইজি কাপ অনূর্ধ্ব ১৪ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় বরিশালের ছেলে-মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। বরিশালের অনেক সন্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন দেশবিদেশে। অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবেন। আজকের এই তরুণরাই আগামীদিনে দেশের হয়ে বিভিন্ন খেলায় জয় আনবে।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, ১০ম এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন, আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুস সালাম, পুলিশ সুপার মো.শরিফ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!