Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

ইসলামপুরে শীতবস্ত্র বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৫, ০৫:২৯ পিএম


ইসলামপুরে শীতবস্ত্র বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে ৯০০ (কম্বল) বিতরণ করেছেন সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।

রোববার সকালে সাপধরী ইউনিয়নের শীতার্তদের মাঝে ৩০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

একই দিন বিকালে উপজেলার নোয়ারপাড়া ও সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে উপজেলার ৮টি ইউনিয়নের শীতার্তদের মাঝে আরও দুই হাজার চারশ কম্বল বিতরণ করা হয়েছে।

ইসলামপুর সাপধরী ইউনিয়নের মুক্তির বাজার মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। 
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার।

ইসলামপুরের সাপধরী ইউনিয়নের মুক্তির বাজার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপধরী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। একইদিন নোয়ারপাড়া ও ইসলামপুর সদর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাকিউল ইসলাম তিব্বত, হেলাল উদ্দীন সাদ্দাম, রুহুল আজম লুলু, ফরহাদুজ্জামান রঞ্জু, ফজলুল করিম ফেক্কু সরকার, মনির খান লোহানী,সোহাগ খান লোহানী প্রমুখ।

ইএইচ

Link copied!