Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৫, ০৭:৪১ পিএম


ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা

ফেনী শহরের সহদেবপুরের মনছুর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শহর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ও জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান পৌরসভার ৩ ওয়ার্ড আমির সুলতান মাহমুদ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ও বিশেষ অতিথি ছিলেন মুফতি আবদুল হান্নান, জেলা প্রচার ও মেডিয়া সেক্রেটারি আ.ন.ম আবদুর রহিম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

এ সময় বিএনপি নেতা আনোয়ার আলী, ব্যবসায়ী মো. ইব্রাহীম ও আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!