Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

মাদারগঞ্জে বিএনপি নেতাকে জড়িয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৫, ০৭:৫৫ পিএম


মাদারগঞ্জে বিএনপি নেতাকে জড়িয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী ওরফে মুক্তাক জড়িয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত চালানোর অপচেষ্টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বড়ভাই মো. আলমগীর চৌধিরী।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ১১ জানুয়ারি আদারভিটা ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিতের লক্ষ্যে গরু মাংসে খিচুড়ি খাওয়ার আয়োজনের কথাছিল। সেই অনুযায়ী আদরভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী গরু মাংস সংগ্রহে এলাকার কসাই বজলু মিয়াকে দায়িত্ব দেয়া হয়। পরে কসাই বজলু মিয়া একটি চোরাই গরু জবাই করে তার অনুষ্ঠানে বিতর্কের সৃষ্টি করে। এ ঘটনা নিয়ে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরীর প্রতিপক্ষরা হট্টগোলের সৃষ্টি করে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করছে। এতেও তারা ক্ষান্ত না হয়ে মাহমুদুল হাসান চৌধুরীর বিরুদ্ধে গরু চোরের একটি সাজানো মামলা দায়ের করে তাদের রাজনীতিকসহ সামাজিক ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি এই সাজানো মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান চৌধুরী, আব্দুল হাকিম, বারেক মুন্সি, গেদা মন্ডল, শাকিল আহমেদ, খোশ মাহমুদ প্রামানিক ও জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!