Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

বিজয়করা ছুফিয়া রহমানিয়া দাখিল মাদরাসা

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৫, ০৮:২০ পিএম


প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার “বিজয়করা ছুফিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার ১৯৬২ সনে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো সাবেক-বর্তমান ছাত্রদের মিলনমেলা এবং বিদায়ী-বর্তমান শিক্ষকদের সম্মাননা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন-বর্তমান ছাত্র মিলনমেলা ও বিদায়ীÑবর্তমান শিক্ষক সম্মাননা ২০২৫ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মহিউদ্দিন কাইয়ুম। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাছির উদ্দীন মিজি। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সিরাজুল ইসলাম।  

অনুষ্ঠানটি সাবেক এবং বর্তমান ছাত্রদের মিলনমেলায় রূপ নিয়েছিল। অতীতের স্মৃতিচারণ, বর্তমানের উদ্দীপনা, এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার অনন্য উদাহরণ। বিদায়ী ও বর্তমান শিক্ষকদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের তাৎপর্য আরও গভীর হয়। অনুষ্ঠানে বিদায়ী ও বর্তমান শিক্ষকদের হাতে সম্মামনা স্মারক তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. পেয়ার আহমেদ বলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অত্যন্ত সুনামের সাথে তারা তাদের মেধার মাধ্যমে সমাজ, রাষ্ট্রে ও বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ২৪ এর গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের অসামান্য অবদানের কথাও তুলে ধরেন তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. নাছির উদ্দীন মিজি বলেন, শিক্ষার্থীদের ঐক্য, ভালোবাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ আরও দৃঢ় করতে এই ধরণের উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও সদস্য সচিব আবদুল আলিম ভূঞা শামিম ও প্রাক্তন ছাত্র মো. সাদ্দাম হোসেন সামি।

আরএস

 

Link copied!