কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫, ০৮:৩৪ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫, ০৮:৩৪ পিএম
‘আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রাম উদ্যোক্তার পক্ষে পৌর এলাকার ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ পাড়া, পণ্ডিত বাড়ি, কুড়িগ্রাম উদ্যোক্তার কার্যালয়ে পৌর এলাকার পাঁচ শতাধিক অসহায় বয়স্ক ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম উদ্যোক্তার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুল হুদা রবিন,উদ্যোক্তার সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, অ্যাড. আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবক মন্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে কুড়িগ্রাম উদ্যোক্তার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুহিবুল হুদা রবিন বলেন, এর আগেও আমরা সবসময় যেকোনো দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত। ইনশাল্লাহ আগামীতে এ সহায়তা সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
ইএইচ