মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ১২, ২০২৫, ১০:৩৩ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ১২, ২০২৫, ১০:৩৩ পিএম
চট্টগ্রামবাসী এবার প্রকাশ্যে দেখলো সমন্বয়কের দুই গ্রুপের কান্ড। একে অপর গ্রুপকে বিভিন্ন তকমা দেয়া হামলা করা সংবাদ সম্মেলনসহ রোববার মানববন্ধন করতে দেখা গেছে।
দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদকে এবং অপর গ্রুপে খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমান।
রোববার রাফি ও রিজাউরের বিরুদ্ধে মানববন্ধন করেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদের অনুসারীরা।
সমন্বয়ক রেদওয়ান আহম্মদ অভিযোগ করেন, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনির অনুসারীরা ডট গ্যাংয়ের নামে পরিচালিত হচ্ছে। আর তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ খান তালাত মাহমুদ রাফির গ্রুপের বিরুদ্ধে ইঙ্গিত করেন।
শনিবার হামলা চালানো প্রসঙ্গে বলেন, ডট গ্যাংয়ের প্রধান সাদিক আরমান ও রিজওয়ান আহম্মেদসহ ছাত্রলীগের সাবেক কর্মীরা এ হামলা চালিয়েছে।
ইএইচ