Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

মাংস বিক্রির টাকা চাওয়ায় যুবককে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৫, ১১:৪০ এএম


মাংস বিক্রির টাকা চাওয়ায় যুবককে হত্যা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাকিতে বেচা মাংসের টাকা চাওয়ার জেরে ছুরিকাঘাতে আলা-আমিন সর্দার (২৫) নামে এক তরুণকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (২৫) উপজেলার পশ্চিম রানা খড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, আল-আমিন ও তার বাবা রবিউল মাংসের ব্যাবসা করতেন। আসাদুলের কাছে মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল রবিউলের। ওই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

এর জেরে আসাদুল ও তার দুই ছেলে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আল-আমিন প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ইএইচ

Link copied!