Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ১২:৫৩ পিএম


সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেঙ্গাইন এলাকার নিরীহ কৃষকসহ জুলফিকার রিরোলিং স্টিল মিল নামের এক কোম্পানির জমি দখল ও কোম্পানির কাজে বাধা দিয়ে তার নির্মাণ শ্রমিকদের বিভিন্ন হুমকি প্রদানসহ মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে কাঁচপুর এলাকার আওয়ামী লীগ নেতা মতিন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ বিষয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জুলফিকার স্টিল মিল নামের এক কোম্পানি ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়ন ললাটি চেঙ্গাইন এলাকায় জুলফিকার স্টিল মিলের মালিক মাহবুবর রশিদ জুয়েল ও রতন মিয়া নামের শিল্পপতি একটি শিল্প প্রতিষ্ঠান করার জন্য চেঙ্গাইন এলাকার বিভিন্ন মৌজা ও দাগে প্রায় ৩৫ বিঘা জমি কিনে এবং সেই জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ শুরু করেন।
সম্প্রতি এ জমিতে চোখ পড়ে মতিন খান নামের এক আওয়ামী লীগের নেতার। তিনি জোড় করে অবৈধ উপায়ে জমি দখলের পাঁয়তারা করে আসছে।

স্থানীয় নবী হোসেন নামের এক ব্যক্তি জানান, মতিন খান রাতের অন্ধকারে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে এই কোম্পানির লোকদেরকে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। মিথ্যা নাটক সাজিয়ে কোম্পানিতে কাজ করা লোকদেরসহ জেল হাজতে থাকা ব্যক্তিদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

রুবেল মাতাব্বর বলেন, কৃষকদের ন্যায্য মূল্য দিয়ে জমি ক্রয় করে কোম্পানি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পদক্ষেপ নেয়ায় আমাদের এলাকায় বেকারত্ব কমবে, মানুষের কর্মসংস্থান হবে। এতে আমরা খুশি। কিন্তু হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হয়েও আওয়ামী লীগ নেতা মতিন খান যে অপকর্মে লিপ্ত হয়েছে তা নজিরবিহীন। আমরা এর প্রতিকার চাই।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মতিন খানের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, সেখানে আমারও জমি রয়েছে। আমি আমার জমিতে আছি। কারো জমি আমি দখল করতে যাইনি। তবে আমার লোকজন গেছে কি না তা আমি বলতে পারবো না। 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারী বলেন, জমিতে বালু ফেলা ও কাজ করার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে পরিদর্শন করেছি। বর্তমানে উভয়পক্ষ স্থিতিশীল অবস্থায় আছে। তবে জমি সংক্রান্ত বিষয় হওয়ায় আদালতের শরণাপন্ন হওয়ার কথা বলা হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান আমার সংবাদকে জানান, মৌখিকভাবে জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!