Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

দৌলতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০২:০১ পিএম


দৌলতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়ার দৌলতপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে তারুণ্যের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং পিঠা উৎসব।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

সোমবার দুপুর ১২টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এটি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।’

উৎসবের আয়োজনে থাকছে পিঠা উৎসব, ভলিবল, ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান।

ইএইচ

Link copied!