Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

কলমাকান্দায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিলি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০৪:১৮ পিএম


কলমাকান্দায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিলি

জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের লক্ষ্যে সাত দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সোমবার দুপুর ১২টায় কলমাকান্দা উপজেলা পরিষদ থেকে প্রচারণা ও জনমত আদায় কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, হাট বাজার, বিপণি বিতান, অটো স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা থানা ও তার আশেপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু কাউছার, জাতীয় নাগরিক কমিটির আহমদ শফী, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান সায়েম, সংগঠক শাফায়াত ও রমিজুরসহ সাধারণ শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!