লালমোহন (ভোলা) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৪১ পিএম
লালমোহন (ভোলা) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৪১ পিএম
পুলিশই জনতা-জনতাই পুলিশ শ্লোগানে ভোলার লালমোহন থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো শরীফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মো. বাবুল আক্তার।
সভায় জলদস্যু, ডাকাত, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার এবং যৌতুক বিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় ওই এলাকার বিভিন্ন শেণি পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস