কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৪৩ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৪৩ পিএম
কুড়িগ্রামে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ন্যায় সারা বাংলাদেশের চরাঞ্চগুলোতে যোগাযোগ স্বাস্থ্য শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে এ সংলাপের আয়োজন করেছেন চর উন্নয়ন বিষয় কমিটি, কুড়িগ্রাম।
সোমবার (১৩জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের খেজুর তল এলাকায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির জেলা আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব মো.আশরাফুল হকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা সংলাপে চরাঞ্চলের মানুষে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য ,দারিদ্র্যমুক্ত অঞ্চল গড়তে অবিলম্বে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দাবি জানান ।
বাংলাদেশের সব চেয়ে দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চর উন্নয়ন কমিটির বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন জেলা কমিটি।দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
আরএস