Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৪৭ পিএম


মির্জাপুরে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌরশহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মির্জাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখা, দোকানে মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন কারণে কাঁচা বাজার ব্যবসায়ী সুমন ঘোষকে ১ হাজার, গৌরাঙ্গ সাহাকে ১ হাজার ও সুমন মিয়া ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, জনস্বার্থে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

আরএস

 

Link copied!