এম দুলাল আহাম্মদ, গুইমারা (খাগড়াছড়ি)
জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৫৭ পিএম
এম দুলাল আহাম্মদ, গুইমারা (খাগড়াছড়ি)
জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৫৭ পিএম
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) গুইমারা মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত যুব মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা এবিএম কামরুজ্জামান, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শামীম হোসেন, গুইমারা গভ.. মডেল হাই স্কুল প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগণ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উক্ত মেলায় অংশ গ্রহণ করেন।
উক্ত মেলায় মোট ৬ট স্টল অংশ গ্রহণ করেন। স্টলগুলো হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জুলাই গণঅভ্যূথানের বিভিন্ন ছবি প্রদর্শন, মেডিক্যাল চেকাপের ব্যবস্থা, জালিয়াপাড়া রেঞ্জ কর্তৃক বৃক্ষরোপণের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রদর্শনী, শীতকালীন বিভিন্ন পিঠা বিক্রয়ের স্টল, গুইমারা গভ. মডেল হইস্কুলে কর্তৃক বই বিক্রয়ের স্টল অংশগ্রহণ করেন।
যুব মেলার বিভিন্ন স্টল উদ্বোধন ও পরিদর্শন শেষে গুইমার মডেল হাইস্কুল অডিটরিয়ামে বির্তক প্রতিযোগিতা ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরএস