তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:০২ পিএম
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:০২ পিএম
সোনারগাঁও ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের উদ্যোগে বিজনেস সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পার্শ্ববর্তী এতিমখানায় ২`শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ রেবেকা সুলতানা রুমা ,তেঁতুলিয়া বসুন্ধরা শুভসংঘের সভাপতি ফেরদৌস আলম লিটন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিজনেস সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি- মিঠুন আহমেদ,সাধারণ সম্পাদক -হুমায়ূন শিকদার,অ্যাডভাইজার -আরিফুল ইসলাম সহ আরিয়ান আরিফ ও মেহেদী হাসান প্রমুখ।
বিজনেস সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন শিকদার বলেন, বিজনেস সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবটি সোনারগাঁও ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ ক্লাব, এই ক্লাবটি সামাজিক বিভিন্ন কাজে ভূমিকা রেখে থাকে, যেহেতু উত্তরাঞ্চলে শীত একটু বেশি থাকে তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করছি, তেঁতুলিয়ায় ২`শ মানুষের মাঝে আমরা শীত বস্ত্র পৌঁছে দিতে পেরেছি।
আরএস