Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়নগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি

নারায়নগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:২৯ পিএম


সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ক্ষতবিক্ষত মনির হোসেন (৫০)  নামের কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর বিল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন, উপজেলার ফতেপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন বেপারির ছেলে। সে দুই বছর ধরে দ্বিতীয় বিয়ে করে উপজেলার কাঁচপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। গত শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসার পর থেকেই নিখোঁজ ছিলেন।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে যায়।

আরএস
 

Link copied!