Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:৪৩ পিএম


ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৫ টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদেরকে আটক করা হয়।

আটক সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের সাতদোহ এলাকার স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য তারা ভারত যাচ্ছিলেন। সুস্মিতা ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, তাদের কাছে আগে থেকেই গোপন খবর ছিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। 

এসময় দুইজন ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহজক হিসেবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুস্মিতা স্বীকার করেন একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সেখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরএস
 

Link copied!