গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
জানুয়ারি ১৪, ২০২৫, ০১:০৪ পিএম
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
জানুয়ারি ১৪, ২০২৫, ০১:০৪ পিএম
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেড়া হবো বিশ্বময়" মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৫ টি স্টল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবগুলোর পক্ষ থেকে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানানো হয়।
১৪ ও ১৫ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টলগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ ও সমবায় অফিসার রবিউল রানা প্রমুখ।
উল্লেখ্য, মেলাটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
বিআরইউ