Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে ইয়াবা ও প্রাইভেট কার সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৫, ০১:০৮ পিএম


ত্রিশালে ইয়াবা ও প্রাইভেট কার সহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

ময়মনসিংহের ত্রিশাল থেকে ৩৬৮০ পিস ইয়াবা সহ দুই জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ।

জানা গেছে, র‍্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি অভিযানিক দল (১৪ জানুয়ারি) মঙ্গলবার গভীর রাতে এক অভিযান পরিচালনা করে ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টোশন এর সামনে ময়মনসিংহ থেকে  ঢাকাগামী মহাসড়কে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মো. সারোয়ার হোসেন ও মো. মাহাবুব-উজ-জামান জনিকে  ৩৬৮০ পিস ইয়াবা, এক টি প্রাইভেট কার,দুটি টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এগারো লক্ষ  চার হাজার টাকা।

গ্রেফতারকৃত সারোয়ার হোসেন কবিরাজ পাড়া এলাকার তালতলী থানার তার বাড়ি  এবং মো. মাহাবুব-উজ-জামান-জনি দক্ষিণ কমলাপুর এলাকার থানার মতিঝিল বাসিন্দা।

এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গ্রেফতারকৃত দুজনকে রিমান্ড চেয়ে আদালতে হস্তান্তর করা হবে।

বিআরইউ

 

Link copied!