Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জানুয়ারি ১৪, ২০২৫, ০১:১২ পিএম


সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার নর-নারী মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ ঘোড় দৌড় উপলক্ষ্যে এলাকায় বসে গ্রামীণ মেলা। 

গতকাল সোমবার বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের সিংগুয়া, বিলবালিয়া ও সিরাজাঙ্গাল গ্রামের যুব সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরিতে ৩৫ টি ঘোড়া নিয়ে অংশ নেয় প্রতিযোগীরা।  ঘোড় দৌড় উপলক্ষ্যে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় আশপাশের এলাকাকে। এ উপলক্ষ্যে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানিরা। খেলায় জামালপুর, শেরপুর, টাংগাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ি, মধুপুরসহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ ফোয়ামের সহ সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদুল রহমান, সেংগুয়া চেরাগআলী মোড় বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক রাহুল মিয়া প্রমুখ।

বিআরইউ

 

Link copied!