Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

জানুয়ারি ১৪, ২০২৫, ০১:১৫ পিএম


আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে তথ্য অধিকার আইনে নারীর অগ্রগতি বিষয়ক তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বুথ ক্যাম্পের আয়োজন করা হয়।

ইউনিয়নের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী সদস্যবৃন্দের অংশগ্রহণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার, দাতা সংস্থা কাটার সেন্টারের প্রতিনিধি জেলা তথ্য অফিসার মাসুমা খাতুন, কুল্যা ইউনিয়ন ফ্যাসিলিটেটর আসমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

ইউএসএআইডি এর আয়োজনে ও কাটার সেন্টারের অর্থায়নে এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর আশরাফ হোসেন।

বিআরইউ

 

Link copied!