Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আটক ২

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৫, ০৩:০৪ পিএম


ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আটক ২

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দিবাগত রাতে পরশুরাম, ছাগলনাইয়া ও জোরারগঞ্জ উপজেলার মজুমদার হাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা বিজিবি সদস্যরা। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাঁজা, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

অভিযানে ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মৃত আবু আহম্মদ আকাশের ছেলে মো. নজরুল ইসলাম (২৭) ও ভোলার চরফ্যাশন থানার নুরাবাদ গ্রামের মো. বসির উদ্দিনের ছেলে মো. রবিউল হাসানকে (২৬) আটক করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের ও জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরএস
 

Link copied!