Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

দুমকিতে নিষিদ্ধ পলিথিন জব্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৫, ০৩:০৬ পিএম


দুমকিতে নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে  তিন বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১.৩০ দিকে পটুয়াখালী বরিশাল মহা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তিন বস্তা নিষিদ্ধ পলিথিন সহ এক যুবককে আটক করে দুমকি থানা পুলিশ।
আটক রবিউল মল্লিক (২৫) বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামের জলিল মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায় রাত ১১.৩০ দিকে পায়রা সেতু টোল প্লাজায় দুমকি থানা এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে টহল পুলিশ দল বাকেরগঞ্জ থেকে আসা একটি অটোরিকশা গতিরোধ করে তল্লাশি করে। অটোতে থাকা তিন বস্তা প্রায় ৪ মন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। অটো চালক রবিউল মল্লিক (২৫) কে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে অটো চালক রবিউল কে ১০০০/ (এক হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেন।

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন পলিথিন জব্দ করা হয়েছে আর অটোচালককে ১০০০/ (এক হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

দুমকি থাকা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন জব্দকৃত পলিথিন মোবাইল কোর্ট এর সিদ্ধান্ত মোতাবেক বিনষ্ট করা হয়েছে।

আরএস

Link copied!