Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন

রফিকুল ইসলাম,পূর্বাচল (গাজীপুর)

রফিকুল ইসলাম,পূর্বাচল (গাজীপুর)

জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:৫০ পিএম


গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন

গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের বিতাড়িত প্রধান শিক্ষক রুবী আক্তারকে  অপসারণ ও পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।যদিও বিতর্কিত রুবী এই মুহূর্তে ৬ মাসের ছুটিতে আছেন। 

মানববন্ধন থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন বিতর্কিত প্রধান শিক্ষক রুবীর স্বামী জামান পার্শ্ববর্তী বাড়িয়া ইউনিয়নের আ‍‍`লীগের সহ-সভাপতি। রুবীকে পুনর্বহাল করতে দু‍‍`দলেরই কতিপয় নেতাকর্মী মরিয়া হয়ে কাজ করছে। যা আমরা মেনে নেবনা। রুবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি করছি।পুনর্বহাল করা হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

জানা যায়,গতকাল সোমবার সকাল ৯টা থেকেই আ‍‍`লীগ সিন্ডিকেটদের সাথে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ার দখলে ব্যাপক মহরা দেন রুবী।ওই সময় স্কুলশিক্ষক মজিবুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করে তারা মাফ চান। শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করলে সাংবাদিকেরা ছবি ও ভিডিও ফুটেজ ধারণকরতে গেলে তাদেরকেও বাধা দেয়া হয়।প্রতিবাদে শিক্ষার্থীরা রুবীর অপসারণ ও পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে বিতাড়িত রুবী আক্তার বলেন সোমবার বিএনপির নেতাকর্মীরা আমাকে বিদ্যালয়ে এনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চেয়েছেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেনি।তাদেরকে ছুটি দেয়ায় ক্লাস বর্জন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা বলেন অভিযোগ পেয়েছি।তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পলায়নের পর ২৫ আগস্ট পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক রুবীকে বিতাড়ন করা হয়। তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা অফিসার ও ঢাকা শিক্ষা বোর্ড অফিসে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরও সোমবার সকালে স্বৈরাচারী পদ্ধতিতে  পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে  অযোগ্য ও ক্ষমতার অপব্যবহার করে আ‍‍`লীগের সময়ে অবৈধ নিয়োগ পাওয়া সেই বিতর্কিত রুবী পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ার দখল করতে অপচেষ্টা চালায়।

আরএস

Link copied!