Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

তানোরে বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:৫৫ পিএম


তানোরে বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে দুই দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি  মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালের দিকে এ-উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান  প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান, মুন্ডুমালা মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, একে সরকার সরকারি কলেজের প্রভাষক আব্দুল মতিন, টিএইচও বার্নাবাস হাসদাক, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল ওয়াজেদ আলী, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মারডি প্রমুখ। 

আলোচনা সভা শেষে মেলার প্রায় ৩০ টির মত স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার সহ অতিথিরা। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস

 

Link copied!