Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ১৫, ২০২৫, ১২:২৯ এএম


মধুপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মধুপুর পৌরসভাধীন কাইতকাই গ্রামে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে মধুপুর পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিল মধুপুর থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে ও ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান এ কর্মকর্তা।

ইএইচ

Link copied!